মূল পাতা আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র তৈরি অব্যহত থাকলে আবারও বোমা হামলা : ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক 28 June, 2025 11:07 AM
টানা ১২ দিনের যুদ্ধের পর কিছুটা শান্ত রয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ইরান। এর মাঝে আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও বোমা হামলা হবে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসময় আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা আইএইএ যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে করতে পারে সে ব্যাপারেও কথা বলেন তিনি।
তবে ইরান এরই মধ্যে একটি আইন পাস করেছে, যাতে বলা হয়েছে আইএইএ-এর সঙ্গে আর সহযোগিতা করা হবে না। অনেকের মতে, ইসরাইলের হামলার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে।
আইএইএ প্রধান জানিয়েছেন, ১৩ জুন থেকে ইসরাইল বোমা ফেলতে শুরু করার পর ইরানে কোনো পরিদর্শন হয়নি। এখন সেটাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।